Dec 25, 2011

একটু উষ্ণতার জন্য

এক মুঠো রৌদ্দের নেশায় চারদিকে খুঁজাখুঁজি

তারপরও ভয় পাই জানালাটা ফাঁক করতে

সবদিকে সসস্ত্র নিরাপত্তার জাল ভেদ করে

আলপিনের মতো শরীরে বিদ্ধ হয় হিম ঠান্ডা

আনমনেই কেঁপে উঠে সজাগ ইন্দ্রিয়গুলো

কাঁপতে থাকে বুক, গ্রীবা, হাত, শীতল পা



আমরা পাই শাল, সোয়াটার, কম্বল, লেপ

রাস্তার লোকেরা হাত ডোবায় আগুনের উত্তাপে

আমরা চালাই শীতবস্ত্র বিতরণের নামে

নির্মম রাজনীতি।।

হিম ঠান্ডায় জরাজীর্ণ শরীর একটুকু উষ্ণতা চায়

তারজন্য সারাক্ষণ চলে হাজারো প্রস্তুতি।।

Aug 17, 2011

ইচ্ছেডানা


অন্ধকারের বিল্ডিং, ভুতুরে গাছ, মেঘে ঢাকা চাঁদ

সবকিছু যেন আড়াল করে রেখেছে আমার কাছে

জ্যোৎস্নায় ভেজা আমার মন আর শরীরের গন্ধ

তাই পৌঁছে দিতে পারছি না।

বলবনা আজ ভালবাসি। বলবনা আমায় মনে রাখিস।

আমার শরীরের গন্ধে তোকে রাঙাতে

কিংবা পাখিকে একটু আনন্দময় কষ্ট দিতে

আমি তোর বুকে হাত ছোঁয়ালাম

মনের শত আকুতি আর ইচ্ছেগুলি

দু’হাতের দশটা আঙ্গুলেই ছড়িয়ে দিলাম

তারপর আমার ইচ্ছেপাখির ডানায়

ইচ্ছেগুলি লিখে দিলাম

Jan 31, 2011

My Desire For A Digital Camera

I have many attractions and hobbies. Among them Photography is one of the best one, because when I watch my captured photos, unconsciously I admire myself. Again it spreads happiness in my mind. A Photographer always desires a high class digital camera, but a high class camera costs high. Therefore, it is also risky, because when I move with it on road, smugglers can swipe it. Considering all sides my parents don't allow me to buy a camera. Therefore I want to cry sometimes saying like poet sunil ganguli's one poem's line that how much need to be grown up? When my head will pass this house roof and touch the sky, then you will give me Camera. I feel its necessity all time. When I walk on road I sometimes see some awesome scenery, at that time I thought that if I had a camera! Last year I went to lakshipur by launch. That was my first launch journey. I saw many other launches, many ports, launch’s workshop, sailed boat, bridges and much attractive scenery. So I enjoyed that very much, but I wanted to capture those unforgettable memories. For that reason I felt a lack in my whole journey that was Camera. Without camera I miss like a part of body. I want to use it as my diary. So it is going be a strong desire to me. I decide that I will be a photographer.

Dec 9, 2010

স্তব্ধ নিশিথ




স্তব্ধ নিশিথে শুধু গান শুনে
ভরে যায় তৃষিত অন্তর
যখন অন্ধকার, যখন জানালায় চাঁদ
মেঘের সাথে করে লুকোচুরি খেলা
স্তব্ধ সময় যাচ্ছে চলে যায় চোখে নেই ঘুম
ঝিরঝির হাওয়া আসে
মন চায় তোমায়
দেহটা দোল দিয়ে উঠে সেই অনড় বাসনায়।

Dec 2, 2010

দুঃসময়ে আমার যৌবন


দুঃসময়ে আমার যৌবন
  হেলাল হাফিজ
মানব জন্মের নামে হবে কলঙ্ক হবে
এরকম দুঃসময়ে আমি যদি মিছিলে না যাই,
উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হবো
আমার যৌবন দিয়ে এমন দুর্দিনে আজ
শুধু যদি নারীকে সাজাই।

Nov 22, 2010

তোমার সৃষ্টির পথ
রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি
বিচিত্র ছলনাজালে
হে ছলনাময়ী
মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাত
সরল জীবনে 
এই প্রবঞ্চনা দিয়ে মহত্ত্বেরে করেছ চিহ্নিত
তার তরে রাখ নি গোপন রাত্রি 
তোমার জ্যোতিষ্ক তারে
যে-পথ দেখায় 
সে যে তার অন্তরের পথ 
সে যে চিরস্বচ্ছ 
সহজ বিশ্বাসে সে যে 
করে তারে চিরসমুজ্জল ।
বাহিরে কুটিল হোক অন্তরে সে ঋজু
এই নিয়ে তাহার গৌরব ।
লোকে তারে বলে বিড়ম্বিত ।
সত্যেরে সে পায়
আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে । 
কিছুতে পারে না তা'রে প্রবঞ্চিতে
শেষ পুরস্কার নিয়ে যায় সে যে
আপন ভান্ডারে ।
অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে
সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার ।